Bengali BN English EN

পরিবর্তন প্রজেক্টের মাধ্যমে অসহায় মুন্নি এবং সোহাগের পাশে দাঁড়িয়েছে জুম বাংলাদেশ

দশ বছর আগে ঢাকার মুন্নি আক্তার ভালোবেসে বিয়ে করেছিলেন বাগেরহাটের সোহাগকে। ভালোবাসা এখনো আগের মতোই থাকলেও মুন্নি এবং সোহাগের জীবনে সুখ নেই, স্বচ্ছলতাও নেই। ঢাকা শহরে রিকশা চালাতেন সোহাগ মিয়া, কিন্তু এক সড়ক দূর্ঘটনায় ভয়াবহরকম আহত হন তিনি। বুকের আঘাত ছিলো সবচেয়ে তীব্র। সেই থেকে সোহাগ মিয়া বেকার। ভারী কোন কাজ করতে গেলেই বুকে ব্যথা হয়। ডাক্তারও নিষেধ করেছেন ভারী কাজ করতে। মুন্নি এখন রমনা পার্কে ফুল বিক্রি করেন। চার সন্তান এবং স্বামী সোহাগের নির্ভর করতে হয় মুন্নির ফুল বিক্রির সামান্য টাকার উপরেই। কিন্তু এই টাকায় সংসার চলেনা। ঠিকমতো খাবারও জুটেনা। মুন্নি এবং সোহাগ দম্পতির দুই সন্তান চাঁদনী এবং সুলতানা লেখাপড়া করে জুম বাংলাদেশ স্কুলের সেগুন বাগিচা শাখার শিশু শ্রেণীতে।

এই রমজানের ২৭ তারিখে পরিবর্তন প্রজেক্টের মাধ্যমে মুন্নি – সোহাগ দম্পতিকে পুঁজি এবং সরঞ্জাম সহ একটি চায়ের দোকান দেয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। আমরা চাই সোহাগ এবং মুন্নির জীবনে আর্থিক স্বচ্ছলতা আসুক। জীবনে আনন্দ ঝরে পড়ুক। জীবন পরিবর্তনের যে গল্প লিখে চলেছে জুম বাংলাদেশ সেখানে মুন্নি এবং সোহাগের মতো অন্যান্যদের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের বিনীত অনুরোধ করছি।

আপনার যাকাত পাঠাতে সহায়তা নিন নিচের মাধ্যম গুলোর –

01739801419 (Bkash Nogod, Rocket Personal)

01853503247 (Bkash,Nagad marchant)

BANK NAME : THE CITY BANK LIMITED

ACCOUNT : ZOOMBANGLA YOUTH FOUNDATION

ACCOUNT NO. : 1781330017429

BRANCH : ISLAMIC BANKING BRANCH

আমাদের এই রমজানের প্রজেক্ট ও জুম বাংলাদেশ এর কার্যক্রম সম্পর্কে যেকোনো কিছু জানতে যোগাযোগ করতে পারেন নিচের এই নাম্বারে।

মোবাইলঃ- 01739-801419

Share Now

Facebook
Twitter
LinkedIn